জাতীয়

সংসদ টেলিভিশনের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সংসদ বাংলাদেশ টেলিভিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।   বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় এসুপারিশ করা হয়।

কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।   সভায় আসাদুজ্জামান নূর, অপরাজিতা হক, রুমানা আলী, শবনম জাহান, রাজী মোহাম্মদ ফখরুল এবং নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের পুরনো যন্ত্রপাতি প্রতিস্থাপন ও মেরামত, সংসদ বাংলাদেশ টেলিভিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।  

সংসদ বাংলাদেশ টেলিভিশনে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু’, ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ নামে তিনটি অনুষ্ঠান প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটিকে সুপারিশ করা হয়।   জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (বিঅ্যান্ডআইটি) উইংয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।