জাতীয়

উপকারভোগীদের ডাটাবেজ তৈরির সুপারিশ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ২১টি কর্মসূচির উপকারভোগীদের পূর্ণাঙ্গ তথ‌্য নিয়ে ডাটাবেজ তৈরির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. শাহজাহান মিয়া, মো. আব্দুল আজিজ, শবনম জাহান এবং সাহাদারা মান্নান।

বৈঠকে নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন, ছিটমহলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচি প্রকল্পের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া এবং চাকরি স্হায়ী করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার সুপারিশ করেছে।

বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্হার নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।