জাতীয়

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে’

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) কাফনের কাপড় পরে ৪র্থ দিনের মত আমরণ অনশন করছেন তারা। আর ১৪তম দিনের মত চলছে তাদের কর্মসূচি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেন, প্রাথমিক শিক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। দুঃখজনক হলেও সত্যি শিক্ষক সংকটের ভয়াবহতাকে আলিঙ্গন করেই প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের পাঠদান করতে হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা উচ্চ শিক্ষিত মেধাবী বেকার ২৪ লাখ পরীক্ষার্থী সঙ্গে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হয়ে প্রায় ৪০ হাজার পদ শূন্য থাকা সত্ত্বেও তারা নিয়োগ বঞ্চিত। 

‘মুজিববর্ষে কেউ বেকার থাকবে না’ প্রধানমন্ত্রীর এই ঘোষণার বাস্তবায়ন চান তারা।

প্যানেল প্রত্যাশী কমিটি থেকে জানানো হয়, অনশনরত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন।