জাতীয়

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সুফিয়া খাতুন (৬০) নামে একজন মারা গেছেন। আগুনে তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাসপাতালে ভর্তি ছয়জনের অবস্থাও আশঙ্কাজনক। একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। 

উল্লেখ‌্য, শনিবার দুপুরে রান্না করার সময় গ্যাস পাইপের লিক থেকে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় আটজন দগ্ধ হন। ঘটনার পর কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখান থেকে আটজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে স্থানান্তর করা হয়।