জাতীয়

হাজী সেলিমকে নিয়ে যা বললেন পুরান ঢাকার ব‌্যবসায়ীরা

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার ছেলে এরফান সেলিম আইনের ব্যত্যয় ঘটালে তার ব্যবস্থা নেওয়া হোক। তবে তিনি একজন ব্যবসায়ীও। পুরান ঢাকার ব্যবসার উন্নয়নে কাজ করেছেন। তিনি বা তার লোকজন কখনো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেননি বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি অফিসের এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘কখনো ব্যবসায়ী বা ব্যবসায়ী সমিতির কাছে হাজী সেলিম বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অথচ তাকে জড়িয়ে নানা অভিযোগ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। একইসঙ্গে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা গ্রুপ বা এর অধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এ প্রচারের কারণে। এসব প্রতিষ্ঠানে জড়িত প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীর দিন কাটছে আতঙ্কের মধ্যে।’

তাহলে অগ্রণী ব্যাংক কেন তার অধীনে থাকা জমি দখল করলো? এমন প্রশ্নে পুরান ঢাকা ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, ‘সেটি জমি-জমার বিষয়। একইসঙ্গে আদালতই বলে দেবেন আসল মালিক কে।’

অপর প্রশ্নে মোতালেব বলেন, ‘এরফান সেলিম যে অপরাধ করেছেন তার বিষয়ে কোনো মন্তব্য করবো না। কেননা তাদের বিষয়ে তদন্ত চলছে।’

সংবাদ সম্মেলনে চকবাজার, বেগমবাজার, মৌলভীবাজারসহ আশপাশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।