জাতীয়

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পুরস্কার দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়

২০১৯-২০ অর্থবছরে মন্ত্রণালয়ের ১৭টি দপ্তর/সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বাস্তবায়ন ও মূল্যায়নের ওপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দপ্তর সংস্থা প্রধানদের পুরস্কার বিতরণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সম্মেলনে কক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন বিজয়ীদের মধ্যে এ পুরস্কার তুলে দেন।

২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন চুক্তির অগ্রগতি পর্যালোচনা, প্রমাণক ও মন্ত্রিপরিষদ বিভাগের কোভিড-১৯ পরিস্থিতির মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী দপ্তর-সংস্থার সমন্বিত মূল্যায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তর (৮২.২৮), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (৮১.৭০) এবং বাংলা একাডেমি (৭৯.৪৫)।