জাতীয়

টাঙ্গাইলে ভুয়া দুদক মহাপরিচালকের কারাদণ্ড

টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার দায়ে মো. কামাল উদ্দিন (৫৬) নামের এক ব‌্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কামাল উদ্দিন মির্জাপুর উপজেলার ডোহাতলী গ্রামের প্রচুর উদ্দিনের ছেলে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজজামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহ, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট রোকনুজজামান জানান, কামাল উদ্দিন দুদকের মহাপরিচালক সেজে ফোন করে অবৈধ সুবিধা হাসিলের অপচেষ্টায় লিপ্ত ছিল। কামাল উদ্দিন মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহকে ফোন করে। পরে অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ও ২৯১ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।