জাতীয়

স্বাভাবিক নিয়মেই সারওয়ার আলমের বদলি: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সারওয়ার আলমের বদলির পেছনে কোনো কারণ আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেপথ্যে কোনো কারণ নেই। তাকে স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে। সরকারি কর্মকর্তা হিসেবে আমার পিআরও (জনসংযোগ কর্মকর্তা) আজকে এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন, এটিই নিয়ম। হয়তো অনেকদিন ধরে তিনি এখানে (র‌্যাব) ছিলেন। তিনি হয়তো আরও ভালো জায়গায় যাবেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি করা হয়েছে।’

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার (৯ নভেম্বর) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পুলিশ হত্যায় জড়িতদের বিচার করা হবে: রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড’ হাসপাতালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তারা কীভাবে এই হাসপাতাল চালাচ্ছিল, তা আমি শুনেছি। তদন্তের পর আমরা এ বিষয়ে কথা বলতে পারব। এ হত‌্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত, তাদের বিচার করা হবে।’

হাসপাতালে অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেগুলো অননুমোদিত হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো শনাক্ত করে ধরার চেষ্টা করছে। এ প্রক্রিয়া অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনাটা আসছে, সেটা হলো—যখন জানতে পারবে অননুমোদিত হাসপাতাল সম্পর্কে, তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালানোর কথা। এ ধরনের হাসপাতাল শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যোগ্য প্রতিনিধি নিয়ে অভিযান চালাবে, এমন একটা নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কাছে পাঠিয়েছে। আমি মনে করি, এর ফলে স্বচ্ছতার সঙ্গে অভিযান চলবে। এতে কোনো অসুবিধা হবে না। অভিযান চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলে আমি মনে করি।’