জাতীয়

‘শেখ হাসিনার হাতেই দেশ ও জনগণ সবচেয়ে নিরাপদ’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা সরকার যত দিন থাকবে, দেশবাসী তত দিন নিরাপদ থাকবে। শেখ হাসিনার হাতেই দেশ ও জনগণ সবচেয়ে নিরাপদ।’

বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

সমাজকল‌্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে মানুষকে খুশি করেন। তিনি আজ দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। তাই কুচক্রীমহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করে। শেখ হাসিনার জন্যই দেশের মানুষ আমাদেরও ভালোবাসে। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে যুবলীগের সব নেতাকর্মীকে এক হতে হবে।’

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ অবাক। বিএনপি-জামায়াতের লুটপাট করে রেখে যাওয়া অচল অর্থনীতিকে সচল করে তিনি দেশের মানুষকে সুখ-শান্তিতে ভরিয়ে দিয়েছেন। উন্নয়নের গতি ধরে রাখতে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই।’

আলোচনা সভার পর তিনি তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ, কালীগঞ্জের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন ও কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের নির্মাণকাজের উদ্বোধন করেন।