জাতীয়

‘করোনাকালে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে’

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘করোনাকালে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে গণমাধ‌্যমের মালিক ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হবে।’

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘করোনায় গণমাধ্যমের লড়াই: চিত্রকর্ম ও আলোকচিত্রে’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

করোনার সময়ে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত না করতে গণমাধ‌্যমের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ‌্য প্রতিমন্ত্রী।

তিনি বলেছেন, ‘করোনার দিনগুলোতে যখন নিকটজনরাও দূরে সরে গিয়েছিলেন, অনেকেই শুধু নিজেকে নিয়ে ভেবেছেন, তখন গণমাধ‌্যমকর্মীরা জীবন বাজি রেখে মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। এটি সোনার হরফে লেখা থাকবে এবং সবার জন্য অনুকরনীয় হয়ে পথ দেখাবে।’

বিজেসির সভাপতি রাহুল রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এনামুল হক, গাজী গ্রুপের ডিএমডি গোলাম মর্তুজা বাপ্পা, শাকের আহমেদ, নূর সাফা জুলহাস, নজরুল কবির, ডা. আশরাফুল হক, ডা. সালেহ মো. তুষার প্রমুখ।