জাতীয়

গোপীবাগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

রাজধানীর গোপীবাগে নির্মাণাধীন ভবনে স্যানিটারি মিস্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোজাবেদ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। 

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে  এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাবেদের সহকর্মী সবুজ জানান, তারা মহিঝিল গোপিবাগে একটি নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করছিলেন। জাবেদ সেখানে স্যানিটারির কাজ করতেন। সকাল থেকে নিচতলায় পানির হাউজের মোটরে পানি উঠছিল না।  জাবেদ রিজার্ভ ট্যাংকিতে নেমে মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।