জাতীয়

জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর

প্রতিবছর ১৮ ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখতে প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। বাংলাদেশের প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখতে দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘‘খ’’ ক্রমিকে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।’