জাতীয়

‘ধর্মকে হাতিয়ার করে জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা হচ্ছে’

এক শ্রেণির মানুষ ধর্মকে হাতিয়ার করে জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শনিবার (১২ ডিসেম্বর) ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে মানুষকে খুশি করেন। তিনি আজ দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। তাই কুচক্রী মহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে।’

ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ‌্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি মো. সেলিম মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।