জাতীয়

বঙ্গবন্ধু-বাপুজি ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন

ভারতীয় ডাক বিভাগ থেকে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে অবমুক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বঙ্গবন্ধু-বাপুজি (মহাত্মা গান্ধী) ডিজিটাল প্রর্দশনীও যৌথভাবে উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত এবং প্রদর্শনীটির উদ্বোধন করেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, ‘মাত্র কয়েক মাস আগে, আপনাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী আমরা উদযাপন করেছি। বাংলাদেশে আমরা বাপুজির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি বিশেষ ডাকটিকিট অবমুক্ত করেছি। আমরা আজ বঙ্গবন্ধুর সম্মানে ভারতের ডাক বিভাগের একটি স্ট্যাম্পের উদ্বোধন করবো।’

অনুষ্ঠানে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর ওপর একটি প্রমো দেখানো হয়।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে নরেন্দ্র মোদি এই বৈঠকে অংশ নেন।

বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠকে নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ীর রেল রুটটিও যৌথভাবে উদ্বোধন করেন তারা। 

এর আগে বৈঠকের অংশ হিসেবে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।