জাতীয়

মুহুরী প্রজেক্টে বালু উত্তোলনের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা 

দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকমে সংবাদ প্রকাশের পর ফেনী জেলার সোনাগাজীর মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কালাম ও রহিম নামে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এই  দণ্ডাদেশ দেন। 

এছাড়া, ঘটনাস্থল থেকে আটক ২২ শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে,  বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাইজিংবিডিতে ‘অবাধে বালি উত্তোলন: হুমকিতে মুহুরী প্রজেক্ট’ শীর্ষক একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি প্রভাবশালী মহল মুহুরী নদীর সোনাগাজী অংশে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল।  ইজারা না নিয়েই বালু উত্তোলনের দায়ে কালাম ও রহিমসহ ২২ জনকে আটক করা হয়। পরে তাদের  ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বাকি ২০ শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই সময় ভবিষ্যতে তারা অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে অঙ্গীকার করেন।