জাতীয়

আট বিশিষ্টজনের চর্যাপদ সাহিত্য পুরস্কার গ্রহণ

আট বিশিষ্টজন  চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২০ গ্রহণ করেছেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় বীরেন মুখার্জী, কথাসাহিত্যে হামিদ কায়সার, সার্বিক সাহিত্যে কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ, গবেষণা সাহিত্যে জাহাঙ্গীর হোসেন, শিশুসাহিত্যে মকবুল হামিদ, সংগীতে আশিক কবির, শিক্ষায় আজমল হোসেন চৌধুরী এবং বাচিকশিল্পে তানজিনা তাবাচ্ছুম।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে নিউ এলিট চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন।  প্রধান আলোচক ছিলেন ছড়াকার ও কবি আসলাম সানী।

সংগঠনের মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন এটিএন নিউজের উপদেষ্টা কবি কবির হোসেন তাপস ও শিক্ষানুরাগী লায়ন মাহমুদ হাসান খান। এছাড়াও চাঁদপুরের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।