জাতীয়

ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন বিষয়ে নতুন বছরের শুরুতেই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। দু’দেশের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য পর্যায়ের বৈঠক ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ৬টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। নদীগুলো হচ্ছে, মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী। নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সরবরাহ করা হয়।

বর্তমানে ভারত সরকার এসব তথ্য পর্যালোচনা করছে। যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠকে দুই দেশের প্রতিনিধি তাদের মনোভাব তুলে ধরবেন।

গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হয়। এ বিষয়টি তারা উভয়েই দ্রুত নিষ্পত্তি করার পক্ষে মত দেন।

এই ৬টি নদী নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। বিভিন্ন সময়ে নদী প্রবাহের তথ্য-উপাত্ত একে অপরকে সরবরাহ করেছে।

অন্যদিকে গঙ্গা পানিচুক্তি ১৯৯৬ সালে সই হয়। চুক্তির একটি ধারা অনুযায়ী পানিবণ্টনের তথ্য-উপাত্ত নিয়ে বৈঠকের কথা আছে, যা একটি রুটিন বিষয়। 

এছাড়া, ১০ জেলার ১৫টি অভিন্ন নদী বাংলাদেশ দিকে সংরক্ষণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর একটি তালিকা ভারতকে দেওয়া হবে।