জাতীয়

ভারতে কম্বল পাঠাতে চান ডা. জাফরুল্লাহ

ভারতের শীতার্ত মানুষদের জন্য ২ হাজার কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের জন‌্য কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ। উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক (কার্যক্রম) মো. গোলাম মোস্তফা দুলাল, এইচআরসি পরিচালক আকলিমা আক্তার প্রমুখ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে শীত বাড়ছে। তাপমাত্রা কোনো কোনো স্থানে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ব্যবসায়ীদের কাছে আমাদের আহ্বান, তারা যেন অসহায় শীতার্ত জনগণকে সহযোগিতা করেন। আমাদের এ কম্বলগুলো বড় করে তৈরি করা হয়েছে। একটা কম্বলে পরিবারের কয়েকজন থাকতে পারবেন। এসব কম্বল তৈরিও করেছেন গরিব মানুষরাই। গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র এবং দুই-একজন ব্যবসায়ী এসব কম্বল দেওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীসহ উত্তরবঙ্গের দিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি।’ 

ভারতে শৈত্যপ্রবাহের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে শীতে ৩৭ জন কৃষক মারা গেছেন। ভারত সরকার আমাদের অনুমোদন দিলে সে দেশের কৃষকদের জন্য আমরা ২ হাজার কম্বল পাঠাতাম। ভারতের মোদি সরকার তার দেশের জনগণকে অবহেলা করছে। আমাদের সারা পৃথিবীর বিষয়টা স্মরণ রাখতে হবে। তারপরও আমাদের দেশ ও মানুষ প্রথম বিবেচ্য বিষয়। তাই দেশের দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য সবার সহযোগিতা কামনা করছি। সবাই মিলে এ দুর্দশা অতিক্রম করতে হবে।’