জাতীয়

‘দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সড়কে দুর্ঘটনায় আহত ব‌্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তিকে শুধু সেবাই নয়, প্রাথমিক চিকিৎসাও দিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ সদস‌্যরা। অথচ ট্রাফিক পুলিশের আশ্রয় নেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন। এমনকি তাদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। যা অত্যন্ত অমানবিক। আর এসব বিষয় বিবেচনা করেই রাজধানীতে ট্রাফিক পুলিশের জন্য নির্দিষ্ট বক্স করার কাজ এগিয়ে যাচ্ছে।’

এভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ট্রাফিক পুলিশ সদস্য কিডনিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটা অত্যন্ত অমানবিক। আর সেদিক বিবেচনা করে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজধানীর যেসব স্থানে ফ্লাইওভার আছে তার নিচে ফাঁকা স্থানে ট্রাফিক বক্স কিংবা নাগরিক সেবা কেন্দ্র নির্মাণের কাজ করা যেতে পারে। ডিএমপির পক্ষ থেকে সেভাবেই এগিয়ে যাওয়া হচ্ছে।’

এর আগে তিনি শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।