জাতীয়

বেতন বাড়ানোসহ ৫ দাবি গ্রাম পুলিশের  

বেতন স্কেল বাড়ানোসহ ৫ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন’। শনিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। 

গ্রাম পুলিশের ৫ দফা দাবি হলো: 

১) গ্রাম পুলিশের জীবনমান উন্নয়নে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন দিতে হবে। একইসঙ্গে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করতে হবে।  ২) সরকারি অন্যান্য বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা করতে হবে।  ঝুঁকি ভাতা ও চিকিৎসা ভাতার ব্যবস্থা করতে হবে। 

৩) গ্রাম পুলিশের জন্য ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা করতে হবে।

৪)  এককালীন অবসরভাতা দফাদার ৮ লাখ টাকা ও মহল্লাদার ৭ লাখ টাকা নির্ধারণ কর হবে। 

 ৫) অন্যান্য বাহিনীর মতো কেন্দ্রীয় অধিদপ্তর প্রতিষ্ঠা করে প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশকে যোগ্য ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। 

এই সময় সংগঠনে সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর জহির, শ্রমিক কর্মচারী ঐক্য পরিসদ নেতা নাইমুল আহসান জুয়েল প্রমুখ।