জাতীয়

আয়শা খানমের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইন্দিরার শোক

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

শোকবার্তায় তিনি বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক। তিনি এ দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি।’

প্রতিমন্ত্রী প্রয়াত আয়শা খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আয়েশা খানম ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। আয়েশা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আয়মা খানম শনিবার (২ জানুয়ারি) ভোরে ঢাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।