জাতীয়

‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেল’

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ভার্চুয়াল বিজনেস কনক্লেভ, ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব‌্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থিতিশীল পরিবেশ বজায় রেখে দারিদ্র‌্যের হার কমানো, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের মূল্য লক্ষ্য।’

তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে প্রাধান্য দেওয়া হবে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি বিনিময়, নতুন শ্রমবাজার খোঁজার বিষয়কে।

৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ভার্চুয়াল বিজনেস কনক্লেভে অংশ নিয়েছে বাংলাদেশসহ ১০ দেশ। এ অয়োজন করোনা মহামারির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে দারিদ্র‌্য দূরীকরণ আর উচ্চ জিডিপি প্রবৃদ্ধিতে অর্জনে আশাতীত সফলতা এসেছে। করোনাকালেও জিডিপির হারে বিশ্বের তৃতীয় আর এশিয়ার প্রথম অবস্থানে আছে বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, ‘২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ এলডিসি থেকে ২০২৪ সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাওয়া একমাত্র দেশ, যা ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।’

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে গতি ধরে রেখেছে। করোনা মহামারিতেও রেমিট‌্যান্সে যথেষ্ট প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তানিও ঘুরে দাঁড়িয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সারা দেশে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগে অপার সম্ভাবনার জানান দিচ্ছে।’

তিনি জানান, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের নানামুখী নীতি সহায়তা দিচ্ছে। বিডার ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) ৪১টি সেবা যুক্ত হয়েছে। সামনে আরও অনেক সেবা সংস্থা যুক্ত হবে এখানে।

ডিসিসিআই কনক্লেভে অংশ নেওয়া বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

আলোচনায় ডিসিসিআই’র সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, ‘করোনার ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানামুখী উদ্যোগের সুফল পাওয়া গেছে। তারপরও মহামারির দীর্ঘমেয়াদি অভিঘাত থাকবে। অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে। বাড়তে পারে বেকারত্ব। এসব বিবেচনায় রেখে সরকারি নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে।’

বিজনেস কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি রিজওয়ান রহমান। এতে আরও অংশ নেন সাবেক সভাপতি সবুর খান, শামস মাহমুদ, আসিফ ইব্রাহীমসহ বর্তমান কমিটির নেতরা।