জাতীয়

করোনার টিকা উৎপাদনের অনুমোদন পেলো গ্লোব বায়োটেক

বাংলাদেশের গ্লোব বায়োটেক ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির অনুমতি পেয়েছে। 

বুধবার (৬ জানুয়ারি) গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ উৎপাদনের অনুমোদন পেয়েছি।

গত বছরের ২ জুলাই করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের তথ্য জানায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গত ৮ মার্চ এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে তারা।