জাতীয়

আমরা ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাকরাইন উৎসবের মধ্যে দিয়ে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা আনন্দ করতে জানি, ঐতিহ্য সংরক্ষণ করতে জানি।'

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার ৪৩ নম্বর ওয়ার্ডে সাকরাইন/ঘুড়ি উৎসব-১৪২৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসির মেয়র তাপস বলেন, 'আজ ঢাকাবাসীর ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের মাধ্যমে ঢাকার পুরো আকাশকে আমরা করে দিয়েছে রঙিন। ঢাকা শহরের প্রতিটি ভবনের ছাদে, মাঠে আমাদের ছেলে-মেয়েরা উৎসব করছে এবং এই উৎসবে অংশ নিচ্ছে।'

বাংলাদেশের সংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি জাতির জন্য ঐতিহ্য লালন তার জাতীয়তাবোধের পরিচায়ক, জাতীসত্তার পরিচায়ক। এর মাধ্যমে আমরা যেমন সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করতে পারব, তেমনি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেব। সেজন্য সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও লালনে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিহার্য।'