জাতীয়

স্বাস্থ্যের সেই মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র

অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদফতরের বরখাস্ত গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী এ অভিযোগপত্র দাখিল করেন।  শিবলু নামে আরেক আসামির প্রকৃত নাম-ঠিকানা উদঘাটনসহ গ্রেপ্তার করতে না পারায় অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।  পরবর্তীতে নাম-ঠিকানা পেলে তার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিলের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী বিচারের জন্য নথিটি সিএমএম বরাবর পাঠানো হয়েছে।

অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেককে গ্রেপ্তার করে র‌্যাব-১।  পরে র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি দায়ের করেন।