জাতীয়

কামরাঙ্গীরচরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। পরে পিকআপভ্যানের চালক গুরুতর অবস্থায় ওই পথচারীকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পথচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানায় বিষটি জানানো হয়েছে।