জাতীয়

চার দাবিতে পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন

সেশনজট কমানো, টিউশন ফি মওকুফ করাসহ চার দাবিতে মানববন্ধন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পলিটেকনিক সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। 

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো, স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের তাত্ত্বিক অংশগুলোকে অটোপাস দিয়ে শুধু ব্যবহারিক অংশগুলোকে পরবর্তী সেমিস্টারের সঙ্গে সংযুক্ত করা। সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, অতিরিক্ত ফি প্রত্যাহার ও প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর সেমিস্টার ফি ৫০ ভাগ মওকুফ করা, ডুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

আগামী পয়েলা ফেব্রুয়ারি মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও শিক্ষার্থীরা জানান। মানববন্ধনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।