জাতীয়

দেশে নকল নবিশ ১৬২৪৫ জন

বাংলাদেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে ১৬ হাজার ২৪৫ জন নকল নবিশ কর্মরত আছেন বলে জানিয়েছেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টি দলীয় সংসদ সদস‌্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী আরও জানান, সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা আছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অচিরেই বাস্তবায়ন হবে।

ভোলা-২ আসনের সংসদ সদস‌্য আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়ালি ১ লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেওয়া হয়েছে।