জাতীয়

সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে বিশিষ্ট ব‌্যক্তিদের শোক

প্রজন্ম একাত্তরের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কার্যনিবাহী সম্পাদক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব‌্যক্তিরা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহীন রেজা নূরের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ‌্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

উল্লেখ্য, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে মারা গেছেন শাহীন রেজা নূর। তিনি অগ্ন‌্যাশয় ক্যানসারে ভুগছিলেন।

‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্ব দেওয়া শাহীন রেজা নূর জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ‌্য দিয়েছিলেন।

শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধকালে শহীদ হওয়া সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে।