জাতীয়

বসন্ত সর্বজনীন উৎসবে রূপ নিচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘পয়লা বৈশাখ দল-মত নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। শহর-নগর-বন্দর থেকে শুরু করে গ্রামের পাড়া-মহল্লা সর্বত্র ধনী-গরিব সবাই স্বতঃস্ফূর্তভাবে এ প্রাণের উৎসবে মেতে ওঠেন। সে ধরনের উৎসবে রূপ নিচ্ছে বসন্ত উৎসব।’

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।

আলোচনা অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সমবেত সংগীত ও নৃত্যানুষ্ঠান হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যান্ড দল ‘স্পন্দন’।