জাতীয়

সারা দেশে শিশু বিষয়ক কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ

শিশু একাডেমির মাধ্যমে সারা দেশে শিশু বিষয়ক কার্যক্রম সম্প্রসারিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।   রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ সভায়  সভাপতিত্ব করেন।   বৈঠকে কমিটি সদস্য বেগম শবনম জাহান, বেগম লুৎফন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে ১৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয় এবং সিদ্ধান্তসমূহ দ্রুততম সময়ে সমাপণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটিতে শিশু একাডেমির বর্তমান কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্হাপনা পরিচালক আফরোজা খানসহ  জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।