জাতীয়

টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তারা টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে টিকা নিয়ে দেশকে করোনাভাইরাস মুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।  টিকা নেওয়ার পর তেমন কিছু অনুভব হচ্ছে না।  আগের মতোই আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ ভূমিকার কারণে বিশ্বের অনেক দেশের আগেই আমাদের দেশে টিকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আসুন আমরা সবাই টিকা নিই। 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন টিকা গ্রহণ করেন।  এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা টিকা নেন।

জানা গেছে, সবাই যেন টিকা নিতে পারেন সেজন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রতিদিন ১৮টি বুক খোলা রয়েছে।  পুলিশ ও সাধারণ মানুষসহ তিন হাজার মানুষকে এই বুথে প্রতিদিন টিকা দেওয়া হবে। এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন নিবন্ধনের জন্য কর্মকর্তারা অনুরোধ করেছেন।