জাতীয়

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে বিশিষ্ট ব‌্যক্তিদের শোক

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য অভিনেতা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের (এটিএম শামসুজ্জামান) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব‌্যক্তিরা। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‌্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী।

এ টি এম শামসুজ্জামান আজ (২০ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন এ টি এম শামসুজ্জামান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে।