জাতীয়

ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে। এর মাধ্যমে তথ্যের শতভাগ নিশ্চয়তা, স্বচ্ছতা ও জবাবদিহি সম্ভব।’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণদের কাছে ব্লকচেইন প্রযুক্তিসহ ডিজরাপটিভ টেকনোলজি পৌঁছে দিতে না পারলে চতুর্থ শিল্পবিপ্লব প্রতিযোগিতা থেকে আমরা পিছিয়ে পড়ব।’

তিনি বলেন, ‘তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, রোবোটিকস্, ব্লকচেইন ও মাইক্রোপ্রসেসর ডিজাইন—এ পাঁচটি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ‌্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া, সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ হাজার ল্যাব প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন। আরও ১০টি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।’

সুরক্ষা ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন প্ল‌্যাটফর্মে দেশের ৪০ লাখ মানুষ নিবন্ধন করেছে, উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ‌্যে ১০ নম্বরে।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনাসহ সব সেক্টরে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।’

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিসিওএলবিডি’র সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, অ‌্যামবাসেডর মো. আব্দুল হান্নান, অ‌ধ‌্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, এফবিসিসিআই’র সিইও মাহফুজুল হক।

পরে প্রতিমন্ত্রী তিন দিনব্যাপী (২৫-২৭ ফেব্রুয়ারি) ব্লকচেইন অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।