জাতীয়

বাংলাদেশের জন্য এ উন্নয়ন এক ঐতিহাসিক ঘটনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি বীরের জাতি, এই জাতিতে কেউ দাবায়ে রাখতে পারবে না।কেউ দাবায়ে রাখতে পারেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের জন্য এ উন্নয়ন এক ঐতিহাসিক ঘটনা।

 শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের এই গতিধারা অব‌্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার রজতজয়ন্তীর এই সময়ের এই মাহেন্দ্রক্ষণে ঐক‌্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করি।

আরও পড়ুন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে জাতিসংঘের সুপারিশ নতুন প্রজন্মের জন‌্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ: বিশেষজ্ঞরা যা বললেন