জাতীয়

আরও করোনার টিকা কিনতে অর্থ সংস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় আরও টিকা কেনার জন্য অর্থের সংস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সভায় অংশ নেন।

এনইসি সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন।

পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কৃষি উৎপাদন বিঘ্নিত ও মানুষের খাদ্য সমস্যা যেন না হয়। মানুষের নিত্যপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘প্রধানমন্ত্রী আজকে নির্দেশনা দিয়েছেন যে, নদীভাঙন রোধে যেন শুষ্ক মৌসুমে কাজ করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, করোনাকালে সারা বিশ্বে যেখানে অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে, সেখানে আমরা যেভাবে অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখতে হবে। আমাদেরকে এখন গুরুত্ব দিতে হবে খাদ্য উৎপাদন ও সরবরাহে। সময়মতো ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে। সেজন্য অর্থ সংস্থান রাখতে হবে।’

পরিকল্পনা বিভাগের সচিব জানান, যথাসময়ে এবং যথাসম্ভব আইনকানুন মেনে সব প্রকল্প সমাপ্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।