জাতীয়

দালালের মাধ্যমে নয় প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে অনুরোধ 

দালালের মাধ্যমে বিদেশে না গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে অনুরোধ জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (৮ মার্চ) দুপুরে সিলেটে মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ অনুরোধ জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে এ মেলার আয়োজন করে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স।  

ইমরান আহমদ বলেন, নারীদের জন্য দেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। তাই দালালের মাধ্যমে বিদেশে না গিয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে হবে। দেশের অনেক নারী বিভিন্ন দেশে কাজ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের সুযোগ দিতেই হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে।