জাতীয়

‘রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে। এ বছর পেঁয়াজ, খেজুর ও মশুর ডাল, ছোলা, সয়াবিন তেল, চিনির অভাব হবে না।

মঙ্গলবার (৯ মার্চ) সচিবালয় থেকে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন। 

সচিব বলেন, ‘আজকের বৈঠকে বাণিজ্য মন্তণালয় থেকে জানানো হয়েছে রমজানে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। আশা করা হচ্ছে, এবছর বাজার স্থিতিশীল থাকবে।’