জাতীয়

যশোর পৌরসভায় ভোট ৩১ মার্চ

যশোর পৌরসভা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। 

বুধবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন তফসিল ঘোষণা করে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়, যশোর পৌরসভায় ঘোষিত তফসিল অনুযায়ী ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচনে ইতোপূর্বে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা বহাল থাকবেন। নতুন করে কেউ আর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না। তবে যশোর পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ এবং ভোটগ্রহণের তারিখ ৩১ মার্চ। 

গত ১৮ ফেব্রুয়ারি ইসির এক প্রজ্ঞাপনে যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। স্থগিতকৃত পৌরসভার নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। 

ইসি জানায়, গত ৯ ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিল, সে অবস্থান থেকেই নতুন সময়সূচি অনুযায়ী নির্বাচন হবে।  নতুন করে কেউ আর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না।