জাতীয়

‘বেশি প্রয়োজন না হলে ১৭-২৬ মার্চ শহরে বের না হওয়ার অনুরোধ’

১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ সময়ে ‘খুব বেশি প্রয়োজন না হলে’ শহরে বের না হওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (১৫ মার্চ) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি দিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ।  ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।  ১৭-২৬ তারিখ পর্যন্ত খুব বেশি প্রয়োজন না হলে চলাচল সীমিত করার অনুরোধ করা হচ্ছে।

পুলিশ প্রধান বলেন, দেশ অনুন্নয়ন থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।  নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সমান গতিতেও এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কিছু লোক আছেন যারা সবসময় রাষ্ট্র বা দেশের বিরুদ্ধে কথা বলেন।  তাদের আমাদের দরকার নেই। তারা কখনোই এ দেশের উন্নতি বা উন্নয়ন হোক চান না। আর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হচ্ছে তাতে দেশের জনগণ উপকৃত হচ্ছেন।  

এর আগে সকালে তিনি বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বৃত্তি তুলে দেন আইজিপি।