জাতীয়

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনামুক্ত  থাকতে পারবো।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে  নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।  সামাজিক অনুষ্ঠান ও পর্যটন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে ওষুধের কোনো অভাব নেই, যথেষ্ট অক্সিজেন আছে, ডাক্তার-নার্স আছেন। অন্যান্য যে বিষয়গুলো করোনা চিকিৎসায় কাজে লাগে সেগুলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে ইউরোপের মতো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বাংলাদেশকে সে পর্যায়ে নিয়ে যেতে চাই না। আমরা বাংলাদেশকে ভালো রাখতে চাই।’

বাজার-ঘাট, অফিস-আদালত যেখানে নো মাস্ক নো সার্ভিসের একটা পলিসি ছিল সেটাও মানুষ অবহেলা করছে জানিয়ে তিনি বলেন, ‘এ কারণে করোনা বাড়ছে। যেটা দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গলজনক নয়।’

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘করোনা যাতে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিতে পারি সেজন্য ডিসিদের কাছে আমরা চিঠিও দিয়েছি এবং মন্ত্রিসভা থেকেও দেওয়া হয়েছে। যারা মাস্ক না পরবে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করবে। নো মাস্ক নো সার্ভিসকে কঠোরভাবে প্রয়োগ করবে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের গেস্ট কন্ট্রোল করবে। যেসব জায়গায় টেস্টে মানুষের অনীহা সেগুলো বাড়ানোর চেষ্টা করবে।’