জাতীয়

সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুনাক: আইজিপি

নারী, শিশু ও সমাজকল্যাণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২১ মার্চ) রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে নারী পুলিশ পরিবারের ঐতিহ্যবাহী সংগঠনটি আয়োজিত ‘বসন্ত উৎসব-২০২১’ পালন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য। আইজিপি পুনাকের প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক এর সহ-সভানেত্রী নাসিম আমিন। 

আইজিপি বলেন, ‘পুনাক সম্প্রতি গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।’

উল্লেখ্য, পুনাক তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রেখে আসছে।