জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্লিনে চিত্রাঙ্কন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২০ মার্চ) প্রবাসী শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জানতে এবং দেশের অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও সমৃদ্ধ সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন।’

পরে চিত্রাঙ্কনে অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।