জাতীয়

সব ইউনিয়নে উন্নয়ন অব‌্যাহত রাখতে মাস্টার প্ল‌্যান করার সুপারিশ

বাংলাদেশের সব ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ থেকে সুনির্দিষ্ট মাস্টার প্ল‌্যান করার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।

খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, মো. মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মুর্শেদী।

স্থায়ী কমিটি ‘আমার গ্রাম আমার শহর’ এর কার্যক্রম বাস্তবায়নের হালনাগাদ তথ্য আগামী সভায় প্রেজেন্টেশন আকারে উপস্থাপনের সুপারিশ করেছে। 

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।