জাতীয়

লকডাউনেও বইমেলা চলবে ৫ ঘণ্টা

লকডাউনের কারণে বইমেলার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (৫এপ্রিল) থেকে বইমেলা চলবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রোববার (৪ এপ্রিল) দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।