জাতীয়

মিরপুরে লকডাউন তুলে নিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজধানীর মিরপুরে লকডাউন তুলে নিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। এতে কর্মসূচিতে বক্তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। 

এ সময় মিরপুর-১০ নম্বর শাহআলী মার্কেট ও আশপাশের কয়েকটি মার্কেটের কয়েকশ ব্যবসায়ী সড়কের একপাশ দখল করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

তারা বলেন, ব্যবসায়ীরা এই লকডাউন বহনে সক্ষম না।  তাদের দাবি লকডাউন তুলে নিয়ে দোকানপাট খোলার সময় যেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।  তা না হলে এ লকডাউন তাদের জীবন ও জীবিকার উপর আঘাত হানবে।

পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যবসায়ীরা রাস্তার একপাশে কিছু সময়ের জন্য মানববন্ধন করেছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিল।  কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।