জাতীয়

সুবর্ণজয়ন্তী উদযাপন করবে ইসি

আগামী বছরের ৭ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) ৫০ বছর পূর্ণ হবে। নানা কর্মসূচির মধ‌্যে দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ এপ্রিল) এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ (পরিচালক) এস এম আসাদুজ্জামান এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, ১৯৭৩ সালের ৭ জুলাই স্বাধীন বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন বিচারপতি মো. ইদ্রিস। সে হিসেবে ২০২২ সালের ৭ জুলাই কমিশনের ৫০ বছর পূর্ণ হচ্ছে। তবে ঈদুল আজহার জন্য ৫০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠান পরে করা হবে।

সুবর্ণজয়ন্তী সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ১১টি উপ-কমিটি গঠন করা হবে। উপ-কমিটির আহ্বায়করা নিজ নিজ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে কমিটির পরিকল্পনা কোর-কমিটির কাছে উপস্থাপন করবে এবং পরে তা বাস্তবায়ন করবে।