জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জন কেরি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে তারা আলোচনা করছেন বলে জানা গেছে।

বৈঠক শেষে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, তারা যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমান বাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে করে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জন কেরির এবারের ঢাকা সফর।