জাতীয়

‘জিডিপিতে পর্যটনের অবদান হতে পারে এক-পঞ্চমাংশের বেশি’

‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য‌্যের সঙ্গে উন্নত সেবা যুক্ত করতে পারলে পরবর্তী ১০ বছরে জিডিপিতে পর্যটন খাতের অবদান হতে পারে এক-পঞ্চমাংশের বেশি। পর্যটন শিল্পের বিকাশে দক্ষ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।’

শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন বাংলাদেশ ট্যুরিজম অ‌্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ এবং সদস্য সচিব আহসান হাবিব বুলবুল।

বিবৃতিতে তারা লকডাউনে পর্যটন শ্রমিকদের চাকরিচ্যুতি বন্ধ, বেতন-ভাতা পরিশোধ এবং কর্মহীন শ্রমিকদের খাদ্য ও নগদ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যুরিজম অ‌্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশনের নেতারা বলেন, ‘গত বছর লকডাউনকালে নেওয়া ঋণের টাকা এখনো পরিশোধ করা সম্ভব হয়নি পর্যটন শ্রমিকদের। এ অবস্থায় সরকার এপ্রিলের শুরু থেকে পুনরায় পর্যটনকেন্দ্রগুলো বন্ধ এবং ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করেছে। ১৪ এপ্রিল থেকে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পর্যটন খাতের সঙ্গে যুক্ত মালিকরা আগের বছরের মতোই শ্রমিক-কর্মচারীদের চাকুরিচ্যুত বা বিনা মজুরিতে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে। যা পর্যটন শ্রমিকদের অমানবিক জীবনের দিকে ঠেলে দিয়েছে।’