জাতীয়

ভোগান্তি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

১৪ এপ্রিল থেকে দেশে শুরু হবে কঠোর লকডাউন। এই লকডাউনের আগেই ঢাকা ছাড়ছেন নিম্ন বা মধ্য আয়ের মানুষ। 

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় দূরপাল্লার বাস বন্ধ হয়েছে। এরপরও নানা ভোগান্তি নিয়েই মানুষ ছুটছেন গন্তব্যে।  সোমবার (১২ এপ্রিল) রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, মহাখালী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো আজও মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন।  জীবন-জীবিকার তাগিদে ঢাকায় এলেও অনিশ্চয়তা নিয়ে আবার ফিরে যাচ্ছেন পরিবারের কাছে।

বগুড়া যাওয়ার জন্য কল্যাণপুর আসা যাত্রী হান্নান হোসেন বলেন, এখান থেকে কিছু প্রাইভেটকার যাচ্ছে।  তবে ভাড়া চাচ্ছে অনেক বেশি।  ট্রাকেও অনেকে যাচ্ছে, তবে ভাড়া বেশি।  সামনের লকডাউনে নাকি গাড়িও চলতে দেবে না।  তাই অনেকেই গ্রামে চলে যাচ্ছে।  ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এসব ট্রাক ও প্রাইভেটকারের ড্রাইভাররা। 

যাত্রী মানসুরা বেগম বলেন, ঢাকায় এসেছিলাম চাকরির জন্য। কিন্তু করোনার কারণে লকডাউন দিয়েছে। তাই আবার ফিরে যাচ্ছি।

একই চিত্র গাবতলী বাস টার্মিনালে।  স্বাভাবিক সময়ে সরগরম থাকলেও সরাসরি বাস টার্মিনালের ভেতরে দাঁড়িয়ে আছে। তাই অপেক্ষারত যাত্রীদের যেতে হবে ভাড়ায় চালিত প্রাইভেটকারে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এখন পর্যন্ত সরকারের ঘোষণা অনুযায়ী এই লকডাউনে সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।